জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ বছর মোট আসন সংখ্যা ১ হাজার ৮৪৪টি।
প্রতিবারের ন্যায় এবার ও থাকছে বিতর্কিত শিফট পদ্ধতি। মোট ছয়টি শিফটে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের জন্য থাকছে ভিন্ন ভিন্ন শিফট।
ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার শুরু হয় সকাল ৯টায়। প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৯.০০টায় এবং বিকেল ৪.৪০ মিনিটে ষষ্ঠ শিফটের পরীক্ষা।
'এ' ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১জন ছাত্রী আবেদন করেছেন।
২৫ ফেব্রুয়ারি কলা ও মানবিকী অনুষদভুক্ত 'সি-১' ইউনিট 'সি-১' ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১ হাজার ৮৯৫জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪জন।
'সি' ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯জন।।
২৭-২৮ ফেব্রুয়ারি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১জন।
২৯ ফেব্রুয়ারি বুধবার 'বি' ইউনিট, আইবিএ-জেইউ এবং 'ই' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। 'বি' ইউনিট আসন সংখ্যা ১৯৩ জন ছাত্র এবং ১৯৩ জন ছাত্রীর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৭ হাজার ৮৩০ জন এবং ছাত্রী ৯ হাজার ৮৮৬ জন। আইবিএ তে ভর্তির জন্য ছাত্রদের ২৫টি আসন এবং ছাত্রীদের জন্য ২৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ২ হাজার ২৬০জন এবং ছাত্রী ১ হাজার ২৮৬ জন। 'ই' ইউনিট আসন সংখ্যা ১০০টি ছাত্র এবং ১০০টি ছাত্রী আসনের বিপরীতে ৭১৫৪ জন ছাত্র এবং ৫৫২৯ জন ছাত্রী আবেদন করেছেন।
সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ পরিদর্শন কালে উপাচার্য অধ্যাপক নূরুল আলম ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুষ্ঠ স্বাভাবিক ভাবে পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম দুই শিফটে উপস্থিতির হার ৭৫-৮০ শতাংশ।
আমরা আশাকরি, ভর্তি পরীক্ষার পুরো সময়টা শৃঙ্খলাবদ্ধ থাকবে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমাদের শৃঙ্খলা টিম তৎপর রয়েছেন। পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটকে দায়িত্ব দিয়েছি।
#.....
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.