Site icon Daily Dhaka Press

বাইডেনের কুকুরের ২৪ বার কামড় গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পারিবারিক কুকুর কমান্ডার হোয়াইট হাউস ও অন্যান্য স্থানে গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) এজেন্টদের ২৪ বার কামড় দিয়েছে। প্রেসিডেন্টের দেহরক্ষীদের জন্য জার্মান শেফার্ডের বিশৃঙ্খলার গভীরতা মার্কিন সিক্রেট সার্ভিসের আর্কাইভে নথিভুক্ত রয়েছে।

একজন সিনিয়র এজেন্ট পর্যবেক্ষণ করেছেন, সিক্রেট সার্ভিস তার পদ্ধতি পরিবর্তন করেছে এবং কর্মকর্তাদের ‘প্রচুর জায়গা দেওয়ার’ পরামর্শ দেন তিনি।

মার্কিন সিক্রেট সার্ভিসের প্রেসিডেন্সিয়াল প্রোটেকটিভ ডিভিশনের দায়িত্বে থাকা একজন বিশেষ এজেন্ট ২০২৩ সালের জুনে তাদের দলকে চিঠি লিখে বলেছিলেন, সাম্প্রতিক কুকুরের কামড় আমাদের কমান্ডাদের অপারেশনাল কৌশলগুলি সামঞ্জস্য করার চ্যালেঞ্জ জানিয়েছে। তাই দয়া করে প্রচুর কক্ষ বরাদ্দ দিন। তিনি সতর্ক করে বলেন, আমাদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এজেন্টদের অবশ্যই সৃজনশীল হতে হবে।
একাধিক কামড়ের ঘটনা প্রত্যক্ষ হওয়ার পর কুকুরটিকে হোয়াইট হাউস থেকে সরিয়ে নেওয়ার কয়েক মাস আগে এই সতর্কতা জারি করা হয়।

Exit mobile version