রাজিবুল হক সিদ্দিকী, (রকি),কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:কিশোরগঞ্জে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজনে মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
ক,খ,গ,ঘ গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে দল গুলি হলো এ.বি. ফ্যাশান ক্রীড়া চক্র এস.বি স্পোটিং ক্লাব চকম স্পোটিং ক্লাব আমরা সবুজ শারীর চর্চা কেন্দ্র বত্রিশ ক্রীড়া চক্র বত্রিশ জুনিয়র ক্লাব তারুণ ক্রীড়া চমক ঈশাখা স্পোটিং ক্লাব সচেতন স্পোটিং ক্লাব বয়লা স্পোটিং ক্লাব মার্শাল আর্ট এসোসিয়েশন আব্দুল বারীক ফুটবল একাডেমী ইছামদ্দিন স্পোটিং ক্লাব প্রভাতী সংসদ খেলার ১ম দিনে চমক স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হরিয়ে করে আমরা সবুজ শরীরচর্চা বিজয়ী হয় ।