
নিজস্ব সংবাদদাতা: ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল শিক্ষক প্রত্যাহারের ঘটনায়
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার এক জ্যেষ্ঠ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
তবে অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন।
শিক্ষক মোরগ মুরাদ হোসেনের বিচারের দাবিতে ফুস্কে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এর আজিমপুর শাখার শিক্ষার্থীরা ।
আজ ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ আজিমপুর শাখায় শিক্ষক মুরাদ হোসেনের বিচারের দাবিতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ আজিমপুর শাখার সামনে শিক্ষার্থীরা ব্যানার, প্লেকার্ড নিয়ে শিক্ষক মুরাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।