ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বন্ধুমহল বনাম আরজু একাদশ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। পৌরসভার পাকার মাথা টাইলস মসজিদ বড় চন্দ্রাইল এলাকায় ব্যতিক্রমি ফুটবল খেলার আয়োজন করা হয়।
জান্নাত জিসান ক্যাবল টিভি নেটওয়ার্ক এর আয়োজনে সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে এই ফুটবল খেলার আয়োজন করা হয়।
ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক এর সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো: হায়াৎ আলীর সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব খালেদ মাসুদ খান লাল্টু।
অতিথির বক্তব্যে খালেদ মাসুদ খান লাল্টু বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ার কথা ব্যক্ত করেন তিনি। পড়াশোনার পাশাপাশি সুস্থ থাকতে হলে খেলাধূলা অবশ্যই প্রয়োজন।
সভাপতির বক্তব্যে হাজী হায়াৎ আলী বলেন, খেলাধুলা শুধু বিনোদনই নয় মানসিক বিকাশেও কাজ করে।
ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভানু বাদশা, পৌরসভার ৯ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন, কুল্লা ইউপি সদস্য বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান রঞ্জু, ব্যবসায়ী রুবেল আহম্মেদ, ছাত্র লীগ নেতা বিকাশ খান।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.