Site icon Daily Dhaka Press

ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় স্বনামধন্য গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গায়কের কন্যা নায়াব উদাস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজ সোমবার দেয়া এক পোস্টে তার পিতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক।

পঙ্কজ উদাস ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।

হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভুলবার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। এখনো তার গানে মুগ্ধ বহু মানুষ।

পঙ্কজ উদাসের গাওয়া ‘চান্দি জ্যায়সা রাঙ’, ‘না কাজরে কি ধার’, ‘আহিস্তা’ সহ অসংখ্য অসাধারণ গজল আজও শ্রোতাদের মনের রসদ জোগায়। বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। বাংলা গান গেয়েও পেয়েছেন জনপ্রিয়তা।

Exit mobile version