Site icon Daily Dhaka Press

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের উপর নৃশংসা ও বর্বরোচিত হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার নিষ্পত্তির দাবীতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি জহিরুল হোসেন, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাছ উদ্দিন, ধুলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ রাসেল কবীর, ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, ধুলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সিরাজ মিয়া প্রমুখ।

উল্লেখ্য ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম নয়ন উপজেলার গচিহাটা বাজার থেকে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ীতে যাওয়ার সময় রাত পৌনে ৯টায় ধুলদিয়া পুরান বাজারের দক্ষিণ প্রান্তে কাচারী মোড় এলাকায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রের সাহায্যে নয়নের উপর অতর্কিত হামলা করে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

Exit mobile version