জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠন 'রেড ক্রিসেন্ট' এর সেবামূলক কার্যক্রম।
ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে জাবি যুব রেড ক্রিসেন্টের ‘ইমারজেন্সি রেসপন্স টিম’।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, পুরাতন কলা ভবন ও জাবি স্কুল অ্যান্ড কলেজের সামনে চারটি তাঁবুতে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবক কাজ করছেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি ও তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ নিয়মিত সেবা প্রদান করছে।
সেবা নিতে আসা ভর্তিচ্ছু 'ডি' ইউনিটের চতুর্থ শিফটের শিক্ষার্থী আমিত বলেন , তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে দরজার লোহায় আমার হাতের আঙুল কেটে রক্তপাত হচ্ছিল।
সঙ্গে সঙ্গে আমার বন্ধু আমাকে রেড ক্রিসেন্ট ইমারজেন্সি রেসপন্স টিমের টেন্ডে নিয়ে যায়। স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসায় আমি সুস্থ বোধ করছি এখন।
এ বিষয়ে টেন্ডের ডেপুটি লিডার রাগীব হাসান রাদনান বলেন, আমরা প্রধানত ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছুরা তাড়াহুড়া করে আসার সময় অনেক সময় দুর্ঘটনার শিকার হন। তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।
প্রায় প্রত্যেকটা মেইন পয়েন্ট গুলোর সামনে আমাদের টেন্ড হওয়াই তারা সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিতে পারে।
তবে বিপদজনক কিছু হলে আমরা অতি দ্রুত তাদেরকে মেডিকেলে নিয়ে যায়। আমরা ৪টি তাঁবুতে প্রতিদিন গড়ে ২৫০জন মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছি।
যুব রেড ক্রিসেন্টের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমন্বয়ক মহিবুর রৌফ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বিগত বছরগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ নানান ধরনের অনুষ্ঠানে সেবা প্রদান করে থাকে, যার মধ্যে প্রাথমিক চিকিৎসা সেবা অন্যতম। ভর্তি পরীক্ষার সময় দেশের নানা প্রান্তের বিপুল সংখ্যক মানুষের আগমণ ঘটে।
দুর্ঘটনা ও ভ্রমণের ক্লান্তিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাদের জরুরি ভিত্তিতে আমরা সেবা দিচ্ছি। আমাদের ইমারজেন্সি রেসপন্স টিম দ্রুত ছুটে যাচ্ছে৷ তারাও অসুস্থতা অনুভব করলে আমাদের কাছেই ছুটে আসছে।’
উল্লেখ্য , রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০১৮ সালের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম জাবিতে প্রথম ‘যুব রেড ক্রিসেন্ট দল’ প্রতিষ্ঠিত হয়।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন ছাড়াও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের জন্য সারাবছর নানা কার্যক্রম গ্রহণ করে সংগঠনটি। দুর্যোগ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতিতে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।
এছাড়া আগামীতে বছরব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ক্যাম্প আয়োজন, ওয়েবসাইট উদ্বোধন, আন্তর্জাতিক সেমিনার ও প্রকাশনা প্রকাশসহ নানান সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন গ্রহণ করেছে সংগঠনটি।
#.........
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.