রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ৮ মাসের একটি শিশুর মৃত্যুর অভিযোগে চিকিৎসককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মৃত শিশু আয়েশা উপজেলার ৫নং ওয়ার্ডের চৌংড়াছড়ি গুচ্চগ্রাম এলাকার সিএনজি চালক মোঃ আমিনুল ইসলামের মেয়ে।
শিশুর অভিভাবক জানায়, বাচ্চাটির ঠান্ডাজনিত সমস্যার কারণে চিকিৎসার জন্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মহালছড়ি বাজারের উষা ফার্মেসীর পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীর নিকট চিকিৎসা নিতে গেলে বাচ্চাটিকে প্রথমে নেবুলাইজার দ্বারা গ্যাস প্রদান করে। নেবুলাইজ করার পর একটি ইনজেকশন পুশ করে।
এতে বাচ্চার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বলে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাচ্চাটিকে মৃত ঘোষণা করে। পরে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীকে থানা হেফাজতে নিয়ে যায় মহালছড়ি থানা পুলিশ।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তী বিরুদ্ধে ৩০৪/ক ধারায় মামলা রজু করে আইনি প্রক্রিয়ার জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মহালছড়ি উপজেলা শাখার পল্লী চিকিৎসকরা জানান, চলমান বিষয়ের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংহতি জানিয়ে ডাক্তার স্বপন চক্রবর্তীকে খাগড়াছড়িতে দেখতে যাবেন। তাই মহালছড়ি বাজারে বুধবার আধাবেলা ফার্মেসী বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ফার্মেসী ব্যবসায়ীরা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.