Site icon Daily Dhaka Press

কিশোরগঞ্জে ৩ ছিনতাইকারী আটক

রাজিবুল হক সিদ্দিকী,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে র‌্যাব-১৪, সিপিসি-২ আভিযান চালিয়ে তিন ছিনতাকারীকে আটক করে ।

বুধবার ২৮ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শহরের বত্রিশ এলাকার জেলা স্মরণী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাপ্পু (২৭) কিশোরগঞ্জ শহরের এতিমখানা এলাকার মৃত দুলালের পুত্র , মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন(২৩) নগুয়া এলাকার হারুন অর রশিদের পুত্র ও মোঃ মারজান(২১) শহরতলীর বগাদিয়া এলাকার মোঃমানিনের পুত্র ।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, ছিনতাইকারী চক্র রাতের মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত তাদের কাচ থেকে ছিনতাই হওয়া ০৩টি মোবাইল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।

Exit mobile version