কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইশত পিচ ইয়াবাসহ এক কাবারিকে আটক করেছে ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিকলী উপজেলার রোদারপুড্ডা গ্রাম থেকে থাকে আটক করা হয়।
আটক গেন্দু মিয়া (৪২) নিকলী উপজেলার রোদারপুড্ডা মৃত ইউনুস মিয়ার পুত্র।
কিশোরগঞ্জ ডিব পুলিশ এসআই নিঃ মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিকলী গ্রামের সাজনপুর থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নিকলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে