Site icon Daily Dhaka Press

খাগড়াছড়িতে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি: সন্ত্রাস নির্মূলে ধারাবাহিক কাজ করে যাচ্ছে প্রশাসন। তারই অংশ হিসেবে শুক্রবার (০১ মার্চ) রাত ০৮.৩০ ঘটিকার সময় গুইমারা থানাধীন ০১নং গুইমারা ইউপির ০৬ নং ওয়ার্ডের নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের রাস্তার উপর থেকে এস আই আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরি বন্দুক ও২ রাউন্ড কার্তুজ সহ পাহাড়ি আঞ্চলিক সংগঠনের ১জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামী হলেন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার চাকমা পাড়া এলাকার বাসিন্দা রাঙ্গামনি চাকমার ছেলে দারাছ চন্দ্র চাকমা (২২)।

গুইমারা থানার (ওসি) আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকব।

Exit mobile version