নিজস্ব সংবাদদাতা: এবার দক্ষিণ আমেরিকার সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকান কার্নিভাল। শুক্রবার (২ মার্চ) বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।
‘লাইফ ইজ এ কার্নিভাল’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই উৎসবে থাকছে বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র ও লাতিন আমেরিকা বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী।
সঙ্গে থাকছে লাতিন আমেরিকার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। উদ্বোধনী দিনে কামরুল ইসলাম নাদিমের লাতিন সংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শকরা।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বলেন, ‘বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কোন ফুটবল দলকে তারা সমর্থন করে, তাহলে বেশিরভাগই ব্রাজিল অথবা আর্জেন্টিনার নাম বলবেন।
আসলে লাতিন আমেরিকার দেশগুলো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সেরকম গভীর নয়।
আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে উচ্চ পর্যায়ের কিছু সফর হবে এবং আমাদের সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম বলেন, ‘লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে আমাদের সংস্কৃতিক মিল রয়েছে এবং তাদের সঙ্গে আমাদের উষ্ণ সম্পর্ক রয়েছে।’
আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.