Site icon Daily Dhaka Press

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে ইয়াবা সহ আটক ৩

রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে ৫৩ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রীপাড়ার বা‌মিন্দা প্রমতোষ বড়–য়া এর ছেলে আকাশ বড়ুয়া (২৮) ও মাটিরাঙ্গা পৌরসভা,টিএন্ডটি টিলার বাসিন্দা রাজু বড়ুয়ার,ছেলে জয় বড়ুয়া (২৬) এবং খাগড়াছড়ি পৌরসভার বটতলী কলা দাবা এলাকার থৈয়ারী মার্মার ছেলে চেংলামো মার্মা (২৮)

থানা সূত্রে জানা যায়, শনিবার (২মার্চ) রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৫৩পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার (ওসি)কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীগনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় মামলা দায়ের হয়েছে।

Exit mobile version