Site icon Daily Dhaka Press

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:  গতকাল ২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নাগরিক ফোরামের সমন্বয়ে একাধিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রামের বিভিন্ন চলমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সরকারি অফিসে সাধারণ মানুষকে হয়রানি, দুর্নীতি- স্বজনপ্রীতি, নগরীতে আবাসিক এলাকায় গ্যাস সংকট, চট্টগ্রাম পাসপোর্ট অফিস সমূহে দালালদের সাংকেতিক চিহ্ন দিয়ে প্রতি পাসপোর্টের বিপরীতে ১৫ /১৭ শত টাকা আদায়, পাসপোর্টের বয়স ও নাম সংশোধনে ক্ষেত্রে মোটা অংকের টাকা নেওয়াসহ দিন, সপ্তাহ, মাস ও বছরের হিসেবে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য বন্ধ এবং চট্টগ্রামের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এমআরপি পাসপোর্ট ইস্যু চালু রাখার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসুচী নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নাগরিক ফোরামের নেতা মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো কামাল উদ্দিন।

এসময় সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মো আক্কাম হোসেন, মোহাম্মদ মুনসুর আলম, মোহাম্মদ মোরশেদ, স, ম. জিয়াউর রহমান, মো আরিফ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সারোয়ার, মো: আলমগীর, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ বাহার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আব্দুল মান্নান, পংকজ রাহুল, মোহাম্মদ কামরুল, নজরুল ইসলাম, শারমিন, খুশি নিরব, লাভলি ডিও, মোহাম্মদ আলম, মোহাম্মদ শরাফত, মোহাম্মদ আজম, আশিষ চৌধুরী, লিটু সূত্র ধর, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আলী, বিপ্লব বড়ুয়া, আহমেদ নুর, আজাহার হোসেন, রহিমা আকতার ডলি, বিদ্যুৎ পাল।

সভায় অন্য এক প্রস্তাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়ন সমূহ তুলে ধরার পাশাপাশি, ৭ই মার্চ উপলক্ষে ৬ই মার্চে আলোচনা সভা, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন এবং রমজান মাসে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়ে সোচ্চার থাকা, বড় বড় ইফতার পাটির পরিবর্তে গরীব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য একটি তহবিল গঠন করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

Exit mobile version