জাবি প্রতিনিধি: সবুজের সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। তবে সম্প্রতি ক্যাম্পাসের যত্রতত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং, বিসিএস-চাকুরীর বিভিন্ন প্রচারণামূলক ব্যবসায়িক পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এতে সৌন্দর্যের রানী খ্যাত এ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য যেন দিন দিন মলিন হয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে ল্যাম্পপোস্ট ও গাছে গাছে ঝুলছে এসব ব্যানার পোস্টার।
প্রান্তিক গেট থেকে শুরু করে পরিবহন চত্তরেও বাদ নেই জমি বিক্রি, বাড়ি ভাড়া, ছাত্রাবাসের সিট, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বইয়ের পাবলিকেশন, বিভিন্ন কোচিং সেন্টারের বড় বড় ব্যানার ও পোস্টার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ও হল সংলগ্ন এলাকাগুলোতেও ঝুলছে বড় বড় রাজনৈতিক ব্যানার।
এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এই ব্যানার ও পোস্টার গুলো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করছে। প্রশাসনের চোখের ডগায় এসব বাণিজ্যিক প্রচারণা কিভাবে চালাতে পারে এটা চিন্তার বিষয়।
বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানজীম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচার প্রচারণার জন্য ব্যবহৃত ব্যানার এবং পোস্টার গুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এ ধরনের প্রচার-প্রচারণা কখনোই কাম্য নয়।
দ্রুতই প্রশাসনের উচিত এসব পোস্টার, ব্যানার, ফেস্টুন পরিষ্কার করা এবং পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকল ধরনের ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।
তারপরেও অনেক সময় রাতের আঁধারে বহিরাগতরা এসব কাজ করে থাকে। আমরা অতি দ্রুতই এগুলো পরিষ্কার করে ফেলব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পোস্টার ও ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারণা কোনোভাবেই কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর যদি কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ততা থাকে তবে আমি তাকে অনুরোধ করব তারা যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের ব্যানার বা পোস্টার না লাগায়। এটা কোনোভাবেই উচিত নয়।