[caption id="attachment_15639" align="alignnone" width="300"]
অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী[/caption]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোবাইল টেলিকম বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় মার্কেটিং সেক্টরে শিক্ষার্থীরা কিভাবে ভালো করতে পারে এবং কর্পোরেট লাইফে কিভাবে কাজ করবে এবং চাকরি পাওয়ার পর কিভাবে তাতে উন্নতি করবে - এসব বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞাতার্থে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মার্কেটিং ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগে সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক ও প্রভাষক মো: আলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের টেরিটরি অফিসার সাজিদ কবির ওজোনাল ম্যানেজার কাজি নাফিজ হক সেতু এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের আঞ্চলিক প্রধান শাহ মো: আবু আলমগীর সিদ্দিক।
আলোচনায় রিসোর্স পার্সন শাহ মো. আবু আলমগীর সিদ্দিক বলেন, একজন তরুণ চাকরিতে ঢুকার পর কিভাবে সহকর্মীদের সাথে আচরণ করতে হবে এবং তার দায়িত্ব কী সেটা বুঝে ওঠাটাই মার্কেটিং এর সাফল্য। কমিউনিকেশন, ইন্টার পারসোনাল স্কিল, এনালাইসিস এবং ইনোভেটিভ চারটা স্তর বুঝতে পারলেই কর্পোরেট লাইফে সফল হওয়া সম্ভব। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থীকে তিনি মার্কেটিং সেক্টরে কিভাবে একজন শিক্ষার্থীর কতটুকু প্র্যাকটিক্যাল জ্ঞান ও নীতি-নৈতিকতা প্রয়োজন তা নিয়ে বিস্তর প্রশিক্ষণ দেন।
মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন একটা সেমিনার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সেমিনারটি মূলত মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী কিভাবে একটা করপোরেট জবের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে সে বিষয়ে ছিল এবং যিনি রিসোর্স পারসোনের বক্তব্যটি আমাদের বিভিন্নভাবে উপকৃত করেছে। আমরা মার্কেটিং ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবো।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.