নিজস্ব সংবাদদাতা: আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২ টার দিকে এসএসসি পরীক্ষা শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ব্রীজের পূর্ব পার্শ্বে মালবাহী একটি ট্রাক ব্রীজে উঠার সময় হঠাৎ ট্রাকটি পিছনে নেমে আসলে সিএনজির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোঃ আরকানুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে উম্মে হাবিবা (১৬), হাবিবা বিনতে নরী (১৫), মিফতাহুল জান্নাত জেনি (১৭), ও সিএনজি ড্রাইভার রিদুয়ান (২২)। নিহত আরকানুল ইসলাম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাকের আহমদের পুত্র। ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.