
নিজস্ব সংবাদদাতা: কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ দেশের ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে কয়েকটি সংস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং কয়েকটিতে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন, ৩টি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বড় পরিসরের এ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এসব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
যেসব জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আশা করি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো।’
নির্বাচনে কোনোরকম অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে সেখানকার ভোট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন অনুযায়ী কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এরপরও যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, উনারা বন্ধ করে দেবেন। আর যদি না পারেন, আমাদের কাছে তথ্য এলে তা যাচাই করে সত্যতা পেলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।’
গত ২৪ জানুয়ারি এসব নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।’