আকবর আলী রাতুল (বেরোবি প্রতিনিধি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ পাচ্ছে চলতি সপ্তাহে।
১বছর ৭মাস আগে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি পায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। দীর্ঘদিনে কমিটি পূর্নাঙ্গ না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে তৈরী হয় হতাশার।
বেরোবি ছাত্রলীগে দীর্ঘদিন থেকে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতা কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এই বিষয় জানতে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা রফিকুল ইসলাম সবুজের সাথে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কথা বললে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এই কমিটি দীর্ঘদিনের প্রতাশা পূরন করবে বলেও তিনি জানিয়েছেন।
ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০(খ) ধারায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা সাংগঠনিক জেলার মর্যাদা পায়। এ ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’।
সেই হিসেবে গত ৩১জুলাই ২০২৩ সালে শেষ হয়েছে পোমেল-শামীমের নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ। মেয়াদ শেষ হওয়ার ৭মাস পার হলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি এ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা রফিকুল ইসলাম সবুজ বলেন, বেরোবি ছাত্রলীগের ১৫১ বিশিষ্ট কমিটি জমা হয়েছে সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষর হয়ে এই সপ্তাহে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ পাবে।
মেয়াদ শেষ হওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা ব্যস্ততায় কমিটি দেওয়া হয়নি, তবে এই কমিটিতে নবীনদের সমন্বয়ে একটি ভালো কমিটি প্রকাশ পাবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য,২০১৪ সালের ৬ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ বেরোবি শাখার ১২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।
এরপর প্রায় ১০ বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.