Site icon Daily Dhaka Press

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১০ মার্চ) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান। বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক, কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোঃ হায়দার হোসেন, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারীর নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় এক মহড়া অনুষ্ঠিত হয়।

Exit mobile version