
নিজস্ব সংবাদদাতা: আজ সকালে রিপোর্টার্স ইউনিটিতে জয় বাংলা রায় ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। জয় বাংলা রীট পিটিশন-এর পটভূমি-
জয় বাংলা' জাতীয় স্লোগান ঘোষণার রীট পিটিশন (রীট পিটিশন নং- ১৭৬৮৬/২০১৭ ড. বশির আহমেদ বনাম বাংলাদেশ পক্ষে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য) মহামান্য সুপ্রীম কোর্ট জয় বাংলা কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে ঐতিহাসিক রায় ঘোষনা করা হয়েছে।
মুক্তিযুদ্ধের রণধ্বনি, বঙ্গবন্ধুর প্রিয় শ্লোগান ও স্বাধীনতার প্রথম প্রহরে সাত কোটি বাঙালির বিজয়ের ধ্বনি ছিল 'জয় বাংলা'। স্বাধীনতার ৪৬ বছর পরেও 'জয় বাংলা' জাতীয় স্লোগান-এর মর্যাদা না পাওয়ায় ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আমি রীট পিটিশন দায়ের করা হয়, বক্তব্যে বলেন এই রীট পিটিশন যেহেতু কোন সাধারণ রীট পিটিশন নয়, সেহেতু আমাকে ব্যাপক গবেষণা করে দেশ-বিদেশের অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়েছে।
পৃথিবীর ১১৫টি দেশের সংবিধান যাচাই করে ১০টি দেশের স্বাধীনতা যুদ্ধের মহান নেতা ও শহীদদের ঐ সকল দেশের সংবিধানে কিভাবে মর্যাদা দেয়া হয়েছে তা সহ মোট ১৬০টি দেশের জাতীয় স্লোগান-এর নাম উল্লেখপূর্বক পৃথিবীর বিভিন্ন দেশের সুপ্রীম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্টসমূহ ও যুক্তরাষ্ট্রের স্কুলের National Motto (In God We Trust) স্কুলে National Anthem-এ ব্যবহার করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে আদালতে মামলা করা হলে Engel v. Vitale মামলায় US Supreme Court, National Anthem-4 National Motto (In God We Trust)-এর ব্যবহার ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, বরং এটা যুক্তরাষ্ট্রকে ভালবাসা এবং দেশপ্রেমিকতাকে উৎসাহিত করে বলে, US সুপ্রীম কোর্ট রায়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.