Site icon Daily Dhaka Press

আরাকান আর্মির ধাওয়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়ল ২৯ বিজিপি সদস্য

বান্দরবান প্রতিনিধি : মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির তাড়া খেয়ে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আজ সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)। বর্তমানে ২৯ বিজিপি সদস্যকে সীমান্তের ৪৫নং পিলারের কাছে নুরুল আলমের চা বাগান এলাকায় রাখা হয়েছে। এ ঘটনায় বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ানের অধিনায়ক সহ-ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তবে আশ্রয় দেয়া বিজিপি সদস্যদের কোথায় নিয়ে যাওয়া হবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, মিয়ানমারের ঢেকু বুনিয়ার অভ্যন্তরে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সংঘর্ষে টিকতে না পেরে বিজিপির ২৯ সদস্য সকালে বাংলাদেশের সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনার কথা স্বীকার করেছেন।

এর আগে বান্দরবানের তুমব্রু ও ঘুনধুম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে ১০১ জন বিজিপি সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছিল। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

Exit mobile version