Site icon Daily Dhaka Press

‘দেহ’ চলচ্চিত্রে ডাকাত চরিত্রে রিমন রেন সূর্য

ঢাকা: ‘দেহ’ চলচ্চিত্রে ডাকাত এর চরিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করবেন রিমন রেন সূর্য। গত বৃহস্পতিবার ঢাকার মিরপুরে একটি অভিজাত রেস্টুরেন্টে পরিচালক সালমান হায়দার এর সাথে রিমন রেন সূর্য চুক্তিবদ্ধ হয়েছেন।

‘দেহ’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করছেন চিত্র নায়িকা মিষ্টি জান্নাত। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা রিমন রেন সূর্য নিজেই।

এ নিয়ে গত শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন রিমন । চলচ্চিত্রে মিষ্টি জান্নাত এর বিপরীতে নায়ক হিসেবে কলকাতা ও বাংলাদেশের দুজন নায়ক পছন্দের তালিকায় রয়েছে।

রিমন রেন সূর্য বলেন, ‘দেহ’ সিনেমার গল্প অসাধারণ। প্রায় এক যুগ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা। শীঘ্রই এ সিনেমার শুটিং শুরু হবে। আমাকে হিংস্র ডাকাত এর চরিত্রে দেখতে পাবেন। আশা করছি ভিন্ন গল্পের আঙিনায় ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক। ঈদের পর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

রিমন রেন বলেন, সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যেনো আমি ভালো ভালো অভিনয় এর মাধ্যমে চলচ্চিত্র উপহার দিতে পারি। শীঘ্রই ‘দেহ’ চলচ্চিত্রে যারা অভিনয় করবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় প্রকাশ করা হবে জানিয়েছেন পরিচালক সালমান হায়দার।

Exit mobile version