Site icon Daily Dhaka Press

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপ  থেকে নজরদারি বিমান পরিচালনাকারী সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মালদ্বীপের নতুন চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়ার পর ভারত সেখান থেকে সৈন্য প্রত্যাহার করছে।

মালদ্বীপের স্থানীয় মিহারু সংবাদপত্রের খবরে বলা হয়েছে, আদ্দুর দক্ষিণতম প্রবালপ্রাচীরে মোতায়েন ২৫ জন ভারতীয় সেনা ১০ মার্চের আগেই দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গেছে।

মালদ্বীপের বিশাল সামুদ্রিক সীমান্তে টহল দিতে মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু।
নয়াদিল্লির সঙ্গে আলোচনার পর দুই পক্ষ ১০ মে’র মধ্যে ১,১৯২টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় সেনা ও তাদের সাপোর্ট স্টাফ প্রত্যাহারের কাজ শেষ করতে সম্মত হয়।

সম্প্রতি সামরিক ক্ষেত্রে চীনের নিঃশর্ত সহযোগিতা চুক্তি সই করে মালদ্বীপ। এরপর দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, ১০ মের পর সে দেশে ইউনিফর্ম পরা অথবা সাধারণ নাগরিকের পরিচিতিতে সাদাপোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না।

Exit mobile version