Site icon Daily Dhaka Press

 ড. জিনবোধি ভিক্ষুর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও একুশে পদকে ভূষিত ড জিনবোধি ভিক্ষুর উপর ন্যাক্কারজনক ও জঘন্যতম হামলা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না।

ড. জিনবোধি ভিক্ষুর মতো সজ্জন ও পন্ডিত ব্যক্তি নিরাপদ না থাকলে সমাজ বিপর্যয়ের মুখে পরবে। অবিলম্বে ও দ্রুত ড জিনবোধি ভিক্ষুর উপর হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক ন্যায় বিচার সুনিশ্চিত করে, অবৈধ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, একুশে পদকে ভূষিত গুণীজন ও আন্তর্জাতিক বৌদ্ধ পন্ডিত ড. জিনবোধি ভিক্ষুর উপর দুষ্কৃতকারী – সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে আজ ১২ মার্চ সোমবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো, প্রজ্ঞাপাল মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিত মহাথেরো, দীপানন্দ মহাথেরো, ড. দীপঙ্কর থেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তমানন্দ থেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষ পরিষদের সভাপতি ধর্মানন্দ মহাথেরো, বিজয়ানন্দ থেরো, তাপসজ্যোতি থেরো, ধর্মতিলক থেরো, জ্যোতিনন্দ থেরো, অগ্রলংকার থেরো, সংঘরত্ন থেরো প্রমুখ।

বক্তব্য রাখেন হামলার শিকার অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু মহাথেরো। তিনি বলেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহার একটি ঐতিহাসিক বৌদ্ধ তীর্থ স্হান হওয়া সত্বেও বৌদ্ধ সমিতির নামে কতিপয় কর্মকর্তারা দীর্ঘদিন এটি দখল করে রেখেছিল।

তারা মন্দিরের টাকা আত্মসাৎসহ স্বর্ণবৌদ্ধমূর্তি লুটপাট করে ভোগ করছে। চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও সংঘের সম্পত্তি রক্ষা করার জন্য মামলা করলে, তারা মামলায় হেরে গেছে জেনে উপায়ন্তর না দেখে আমার উপর হামলা করে।

এ হামলা তারা আমি ড জিনবোধি ভিক্ষুর উপর করে নি, এ হামলা সমস্ত ভিক্ষু সংঘের উপর করেছে।

বক্তারা অবিলম্বে ড জিনবোধি ভিক্ষু উপর হামলাকারীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে মহান ভিক্ষু সংঘ ও দায়ক নায়িকাদের রাজসিক অভ্যার্থনা সহকারে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে জামালখান, মোমিন রোড ও নন্দনকানন হয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রবেশ করেন।

Exit mobile version