রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ভৈরবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করছে । ১২ মার্চ মঙ্গলবার ভৈরব পৌরসভার লক্ষিপুর তাঁতারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রবিন মিয়া (৫২) ভৈরব পৌরসভার লক্ষিপুর তাঁতাকান্দি এলাকার মৃত আবু মিয়ার পুত্র। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌরসভার লক্ষিপুর তাঁতাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে । তার বিরুদ্ধে ভৈরব থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।