আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সিউল সফরের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। সোমবার নিজের পূর্ব জলসীমার দিকে স্বল্প-পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সিউলে গণতন্ত্রের শীর্ষ সম্মেলন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।
সোমবার মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, “উত্তর কোরিয়া নিজের পূর্ব জলসীমায়, যা জাপান সাগর নামেও পরিচিত, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জাপানের কোস্ট গার্ডও যারা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ১১ দিনব্যাপী তথাকথিত ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়া শেষ করার কয়েকদিন পরই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে উত্তর কোরিয়া।
এগুলোকে আগ্রাসনের প্রস্তুতি মহড়া বলে অভিহিত করেছে দেশটি।
পিয়ংইয়ং এই মাসের শুরুর দিকে সতর্ক করে বলেছিল, সিউল এবং ওয়াশিংটনকে এ বছরের ফ্রিডম শিল্ড ড্রিলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।
এবারের এই বছরের ফ্রিডম শিল্ড ড্রিলে গত বছরের তুলনায় দ্বিগুণ সৈন্যের সমাবেশ করা হয়।
উল্লেখ্য, প্রায় ২৭,০০০ মার্কিন সৈন্য দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে।
সূত্র: আল জাজিরা
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.