
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো: কাউছার উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেন র্যাব-১৪ সিপিসি ২।
সোমবার (১৮ মার্চ) বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার কাউছার উদ্দিন করিমগঞ্জ উপজেলার হাতড়াপাড়া গ্রামের মৃত আঃ কাদির পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো: আশরাফুল কবির জানান, কলেজে আসা যাওয়ার পথে আসামি কাউছার উদ্দিনের সঙ্গে ছাত্রীর পরিচয় হয়। একপর্যায়ে কাউছার চলতি বছরের জানুয়ারি মাসে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নেহাল গ্রিন পার্কে ছাত্রীকে নিয়ে ঘুরতে যায়।
বিকালের দিকে পার্কের ভেতর একটি পরিত্যক্ত ঘরে কাউছার ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।