২০ মার্চ, ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ এর সম্মেলন কক্ষে "সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও তার অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব জনাব উম্মে সালমা তানজিয়া এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সম্মানিত পরিচালক জনাব দিলরুবা আহমেদ।
এছাড়া ময়মনসিংহ বিভাগের উপপরিচালক জনাব আব্দুল্লাহ আল মুনসুর ও ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মেজ বাবুল আলম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণীর স্টেক হোল্ডারগন উক্ত সভায় উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় টেক হোল্ডারগনের সাথে তাদের প্রতিষ্ঠানের পরিবেশগত ব্যবস্থাপনা বিষয়ে এবং অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বিষয়ে আলোচনা করা হয় এবং সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ ও এলাকার জেলায় পরিদর্শন সহ পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করেন এবং পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.