পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে প্রশাসনের শাস্তির মুখে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষার্থী। এদের মধ্যে ৪ শিক্ষার্থীর পুরো সেমিস্টার, ০৭ শিক্ষার্থীকে একটি কোর্স বাতিল এবং বাকি একজনকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৩ মার্চ উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় দোষী শিক্ষার্থীদের কারণ দর্শানোর রিপোর্ট, পরীক্ষার হল পর্যবেক্ষকের রিপোর্ট এবং ডিন অফিসের রিপোর্ট পর্যালোচনা করেই এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বন প্রমাণিত হওয়ায় পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৬ (৩) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থীর এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থীর এক সেমিস্টার বাতিল করা হয়েছে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থীর ও লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ০১ শিক্ষার্থীর এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এবং আইসিটি বিভাগের একই বর্ষের দুই শিক্ষার্থীকে অধ্যাদেশের ৬ (১) ধারা অনুযায়ী একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এছাড়াও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মোবাইল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.