প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ৪:৫১ পূর্বাহ্ণ
জাবিতে ইপিএলের নিলাম অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের অন্যতম আয়োজন এনভায়রনমেন্টাল প্রিমিয়ার লীগ (ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ নিলাম শুরু হয়। এ নিলাম আসরে নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনতে ছয়টি দলের প্রতিনিধি অংশ নেয়।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর বলেন, আমি প্রথমবারের মতো নিলাম আসরে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে এমন আয়োজন হতে পারে আমি চিন্তাও করিনি। ইপিএল নিলাম আসরে আমরা বন্ধুরা মিলে সবাই এসেছি এবং খুব মজা হয়েছে।
পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের সহ-সভাপতি এম আবীর হাসান বলেন , প্রতিবছরের ন্যায় আমরা এ বছরও ইপিএলের আয়োজন করতে যাচ্ছি। ঈদের পরপরই আমরা আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করব। আশা করছি সকল শিক্ষক ও শিক্ষার্থীর সহযোগিতায় খুব সুন্দরভাবে আমাদের এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন একই সংসদের সাধারণ সম্পাদক প্রশেনজিৎ কুমার, ক্রীড়া সম্পাদক ফাতিন ইদরাক সহ সংসদের অন্যান্য নেতৃবৃন্দ এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।