Site icon Daily Dhaka Press

৪ এপ্রিল বন্ধ হচ্ছে ইবির আবাসিক হল-সমূহ

ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।

শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে ছুটির বিষয়ে এই সিন্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে আগামী ১৯’শে এপ্রিল শুক্রবার সকাল ১০টায় হল সমূহ খুলে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ই এপ্রিল সকাল ১০ টায় হলসমূহ বন্ধ করা হবে।

ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০’শে এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ এপ্রিল সকাল ১০ টায় হলগুলো খুলে দেব।

তিনি আরো জানান, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগেই হলের অভ্যন্তর ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ই মার্চ হতে ইবি ক্যাম্পাসে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে যা চলবে আগামী ১৭ই এপ্রিল ২০২৪ পর্যন্ত। এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০শে এপ্রিল থেকে পুনরায় ক্লাস পরিক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

Exit mobile version