Site icon Daily Dhaka Press

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. শফিক

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন এর মেয়াদ আগামী ২৯/০৩/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং ৩০/০৩/২০২৪ তার তারিখ থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম কে পরবর্তী ০১ (এক) বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।”

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদেরই লোক।

ছাত্রদের সাথে থেকে ছাত্রদের নিয়েই আমি কাজ করি। প্রক্টরিয়াল বডির সাথে থেকে কাজ করেছি। আমি বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। হলের ছাত্র হিসেবে এই হলের প্রথম প্রভোস্ট আমি। আমি হলের উন্নয়নে এবং ছাত্রদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ

Exit mobile version