Site icon Daily Dhaka Press

ঈদে বালুচরে স্পেশাল পাঞ্জাবি

জীবনশৈলী ডেস্ক: বালুচর ফ্যাশন হাউস ঈদের জন্য নিয়ে এনেছে নতুন নতুন ডিজাইনের নান্দনিক সব পাঞ্জাবি, কুর্তা ও কটি । সুতি সহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।

বালুচর ফ্যাশনে কাপড় হিসেবে রয়েছে সুতি,জাকুয়ার্ড,চিকেন কারী,রিমি কটন,শাহী সিল্ক,চিকুয়েন্স,ব্যাম সিল্ক,ভয়েল, অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব।

 

বালুচর ফ্যাশন হাউজের সঞ্চালক শাহিন চৌধুরী বলেন, এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবি তে কটনের মধ্যেই হালকা কালার এর রঙ নির্বাচন করেছি,এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে, এই ঈদে প্রিণ্ট এর দাপট কিছুটা মলিন হবে,এক রংঙের কাপড়ে নতুনত্ব আসবে, থাকবে কাটিংআর পাটার্নএ ভেরিয়েশন, সেমি লং পাটার্ন তার জায়গা ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবি তে ও থাকবে ডিজাইনএ নতুনত্ব
কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম।

 

যোগাযোগ : 90-91 (নিচতলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-1000
81-82, 102/A (2য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-1000

আকুর-টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল

মোবাইল : ০১৭১৬ ৫৫৬ ২৭১, ০১৯০৪ ৪৬৬ ৩০০, ০১৯০৪ ৪৬৬ ৩০৮

Exit mobile version