Site icon Daily Dhaka Press

হোসেনপুরে জুয়ারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

মোহাম্মদ মানিক মিয়া , হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ : জেলার হোসেনপুর উপজেলাধীন সাহেবের চর এলাকার বিভিন্ন প্রান্ত হতে আগত জুয়ারী ও স্থানীয় কিছু দালাল চক্র ওয়ান্টেড বোর্ড বসিয়ে সাধারণ মানুষের পকেট কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাণনাশের ভয়ে এদের বিরুদ্ধে সহজে কেউ মুখ খুলতে চায়না। এতে করে উক্ত এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। উক্ত এলাকার সাধারণ জনগণ ও যুব সমাজ বিপদের দিকে ধাবিত হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশে হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে হোসেনপুর থানা পুলিশ উক্ত জুয়ারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি , ওয়ান্টেন বোর্ড ও তাদের ব্যবহৃত চারটি সিএনজি ও চারটি মোটরসাইকেল জব্দ করেন।

ফলে উক্ত এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে । স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version