আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সময় শুক্রবার সকাল ১০:২৫ মিনিটে স্বল্প মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্বল্প মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো, নিউ ইয়র্ক সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে নিউ জার্সির হোয়াইট হাইস স্টেশনে এবং প্রভাব ফিলাডেলফিয়া ও বাল্টিমোর রাজ্যেও অনুভূত হয়েছে।
তবে কোনো ক্ষয়ক্ষতি খবর এখনো পাওয়া যায়নি। জানা গেছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির মানুষ এ কম্পন অনুভব করেন। তখন ঘর বাড়ি কেঁপে উঠতে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে উঠেন। পরবর্তীতে জানতে পারা যায় এটি ভূমিকম্প ছিল।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণের কাজ চলছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.