কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ৩ উপজেলায় ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ০৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৩ জন, হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ০৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৩ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০২ জন, পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ০৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০২ জন। আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে।
জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।