Site icon Daily Dhaka Press

স্বপ্নজয়ের পথে রিফাত

বয়সে তরুণ, কিন্তু চিন্তা ভাবনায় পরিপক্বতার চিহ্ন। নাম মো: রিফাত হোসেন। ছোট বেলা থেকেই এক্সট্রা কারিকুলাম এবং পড়াশোনায় দুর্দান্ত। বিতর্ক সহ সব প্রতিযোগিতায়, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ ছিলো নিয়মিত।

জাতীয় বিতার্কিক, পড়াশোনা ছাড়াও কাজ করছে দেশের বিভিন্ন সেক্টরে। দেশসেরা এডটেক প্রতিষ্ঠান DMC DREAMERS এর হেড অফ ম্যানেজমেন্ট। তাছাড়াও একাধারে কয়েকটি প্রতিষ্ঠান এর মার্কেটিং হেড।

তবে যেই শিরোনামে এই তরুণ কে নিয়ে লেখা, সেটি হচ্ছে দেশের নারী উদ্যোক্তা ইন্ডাস্ট্রিতে নতুন ধারার কাজ নিয়ে আসা। নারী উদ্যোক্তা দের জীবনের গল্প, তাদের স্ট্রাগলের গল্প, চ্যালেঞ্জ গুলো, সব তুলে ধরছেন, সেইসব নারী উদ্যোক্তাদের ইন্টারভিউ নিয়ে। ইতোমধ্যে তার এই কাজ গুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে। নারী উদ্যোক্তা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পাচ্ছেন প্রতিনিয়ত।

এক্ষেত্রে সে এবং নারী উদ্যোক্তা জগৎ এর অন্যতম মানুষ কনিকা হোসেন এর সাথে কাজ করছেন । তাছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, দেশসেরা মেধাবী, দেশসেরা বিভিন্ন পেশার মানুষের জীবনের গল্প সহ অনেক কিছুই তুলে ধরছেন সমাজ এবং রাষ্ট্রের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

তাছাড়া তিনি নিজেও একজন উদ্যোক্তা, সাংগঠনিক মানুষ। বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন এর সাথে জড়িত। তো সবমিলিয়ে তার বিভিন্ন প্রজেক্ট এবং পরিকল্পনা রয়েছে। তার আলাপে জানিয়েছেন এতসব কাজের অনুপ্রেরণায় তার নিজের ভাইয়ের মতো বড় ভাই ড. তোফায়েল আহমেদ অনুপ্রেরণা এবং আইডল। সার্বিকভাবে আমরা মো: রিফাত হোসেন, একজন স্বপ্নবাজ তরুণ এর স্বপ্ন জয়ের গল্প গুলো দেখে যেতে চাই প্রতিনিয়ত।

Exit mobile version