Site icon Daily Dhaka Press

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ঢাকা : টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটারপ্রতি ১৫২ টাকা ৪৫ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার তেল কিনতে খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার এক কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এই সয়াবিন তেল কেনা হবে। এর সুপারিশ করা দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।

Exit mobile version