তথ্যপ্রযুক্তি : ফোন ব্যবহারের সময় বিভিন্নভাবে ভাইরাস ঢুকে যেতে পারে। বিভিন্ন ওয়েবসাইড ব্রাউজ করেন, অ্যাপ ব্যবহার করছেন। এখান থেকেই ভাইরাসগুলো মূলত ফোনে ঢুকে যায়। এরপর ফোনের বিভিন্ন সমস্যা তৈরি করে।
আবার হ্যাকারদের তৈরি ভাইরাস যদি ফোনে চলে আসে তাহলে ফোনের ডাটা চুরি করতে পারে। এজন্য নিয়মিত ফোন আপডেট করা জরুরি। কোনো অ্যাপ যদি আপডেট না করেন তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন। কারণ পুরোনো ভার্সনে যে সমস্যাগুলো থাকে তা ঠিক করা হয় নতুন ভার্সনে।
ফলে হ্যাকিং বা স্প্যামিং-সংক্রান্ত সমস্যার মুখে পরার সম্ভাবনা কম থাকে। কিন্তু এই অ্যাপগুলো যেখান থেকে আপডেট করেন অর্থাৎ গুগল প্লে স্টোর তা কীভাবে আপডেট করতে হয় জানেন?
চলুন জেনে নেওয়া যাক কীভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করতে পারবেন-
প্রথমে ফোনের প্লে স্টোর অপশন ওপেন করুন।
তারপর উপরে ডানদিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন।
এখানে সেটিংস অপশনে ট্যাপ করতে হবে।
তারপর আসতে হবে অ্যাবাউট অপশনে।
এখানে ক্লিক করে প্লে স্টোরের ভার্সন দেখা যাবে।
আপডেট অপশনে ক্লিক করলেই সেটি আপডেট হতে থাকবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.