Site icon Daily Dhaka Press

উপজেলা নির্বাচন: এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর-০৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। তিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজ এর পক্ষে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বাবলু সিকদার এবং মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মাঝি ।

শনিবার (২৫ মে) এ বিষয়ে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বাবলু সিকদার এবংমোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মাঝি।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন মাঝি অভিযোগে বলেছেন, বিগত ১৩ মে প্রতীক বরাদ্দের পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজের পক্ষে কাজ করছেন শরীয়তপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি আচরণবিধি লঙ্ঘন করে তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে প্রভাবিত করার জন্য স্থানীয় সংসদ সদস্য তার পছন্দের লোককে প্রার্থী করেছেন।

লিখিত অভিযোগে দেখা যায় , সংসদ সদস্য দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের বাড়িতে ডেকে নিয়ে ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করার জন্য প্রভাবিত করছেন। এছাড়াও সাংসদ নাহিম রাজ্জাক ঘোড়া প্রতিকের পক্ষে প্রচারণার জন্য মাঠে নেমে বিভিন্ন এলাকায় গিয়ে মিটিং করছেন।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বাবলু সিকদারের অভিযোগ, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের প্রভাব বিস্তার না করার জন্য নির্দেশনা ও বিধি রয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা ও আচরণবিধি লংঘন করে সাংসদ নাহিম রাজ্জাক ঘোড়া প্রতীকের পক্ষে বিভিন্ন ভাবে প্রভাব বিস্তারের জন্য কাজ করছেন। তিনি ডামুড্যায় অবস্থান করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ করছেন। তার এই কর্মকান্ড নির্বাচনী আচরণবিধির ২২ এর ১ ও ২ উপধারা এবং ৩১ ধারা সরাসরি লঙ্ঘন।এমপি’র প্রভাব বিস্তারের কারণে ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হওয়ার বিষয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আচরণবিধি লংঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছি।’

এ বিষয়ে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলার জন্য শরীয়তপুর-০৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করলেও, তিনি কল রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠিয়েও সাড়া সাড়া পাওয়া যায়নি তার থেকে।

উল্লেখ্য, আগামী ২৯ মে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Exit mobile version