মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালু করবে। বাংলাদেশ স্যোশাল ক্লাব, ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাত দিয়ে বুধবার (২৯ মে) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে– পারিবারিক ভিসা, গালফ সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য দর্শনার্থী ভিসা, চিকিৎসকদের ভিসা, প্রকৌশলীদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাব রক্ষকদের ভিসা, বিনিয়োগকারীদের ভিসা ও সব ধরনের সরকারি ভিসা।
২০২৩ সালের ৩১ অক্টোবর সব ক্যাটাগরিতেই বাংলাদেশের নাগরিকদের নতুন ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দেয় রয়্যাল ওমান পুলিশ। একইসঙ্গে বিশ্বের সব দেশের নাগরিকদের সব ধরনের পর্যটন, দর্শনার্থী ও কর্মী ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ওই নিষেধাজ্ঞার পর থেকে দেশটিতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশর হার ৫০ শতাংশের বেশি কমে গেছে। বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারির পর থেকেই ওমানে রাজধানী মাস্কটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশিদের জন্য ওমানের এই ভিসা নিষেধাজ্ঞা ধরন হবে ‘অস্থায়ী’।