প্রসেনজিৎ চৌধুরী: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পূর্বের ধারাবাহিকতায় এ বছরের আয়োজন শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪।
প্রতিযোগীদের শ্রেণি বিভাগ : সকল বিষয়ের জন্য –
১. ক-বিভাগ: ১ম শ্রেণি থেমে ৫ম শ্রেণি অথবা সর্বোচ্চ ১১ বছর
২. খ- বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি অথবা সর্বোচ্চ ১৭ বছর
৩. গ- বিভাগ: একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর অথবা সর্বোচ্চ ২৫ বছর
প্রতিযোগিতার বিষয় ৯ টি-
১. রবীন্দ্র সংগীত
২. নজরুল সংগীত
৩. গণজাগরণের গান (দেশাত্ববোধক/ভাষার গান/ মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/গণসংগীত)
৪. লোক সঙ্গীত
৫. সাধারণ নৃত্য/ লোক নৃত্য/সৃজনশীল নৃত্য
৬. শাস্ত্রীয় নৃত্য
৭. একক আবৃত্তি (কবিতা/ছড়া)
৮. একক অভিনয়
৯. চিত্রাঙ্কন
দুদিনব্যাপী ঢাকা মহানগর প্রতিযোগিতা-
(উত্তর ও দক্ষিণ)
৭ ও ৮ জুন ২০২৪
স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা