নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আনছার এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের ফাউন্ডার অ্যান্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর যৌথভাবে আয়োজন করলেন “পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৪”।
ঢাকার মোহাম্মদপুরে পারফেক্ট ইলেকট্রনিক্সের হেড অফিসে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা নারীদের সৃজনশীলতা ও রন্ধনপ্রিয়তা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রতিযোগিতাটি মূলত নারীর ক্ষমতায়ন এবং তাদের প্রতিভার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন প্রতিযোগী তাদের সেরা রেসিপি জমা দিয়েছেন। বিচারকদের প্যানেল তাদের সৃজনশীলতা, রেসিপির বিশেষত্ব এবং উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেছেন। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট, ক্রাউন, বেল্ট এবং ১০০ সেরা রেসিপি বই যা নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে প্রদান করা হয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএলের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস মিয়া এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক হাসিনা আনছার, শিক্ষাবিদ মাসুমা কবীর, সিনিয়র অ্যাডভাইজর রুবিনা রুবি ও সিনিয়র অ্যাডভাইজর শাহীন আফরোজ।