ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করা এই অভিনেত্রী হঠাৎ করে ফেসবুকে দিয়েছেন এমন এক পোস্ট, যা দেখে রীতিমত অবাক তার অনুরাগীরা।
সোমবার সন্ধ্যায় মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুকে পেজে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’ স্ট্যাটাসটি পোস্টের পর থেকেই তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
নাবিল নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কি হইলো হঠাৎ মেহজাবীন আপু? সবাই তো মনে করে আপনাদের কোনো দুঃখ নাই।
ময়না নামে একজন লিখেছেন, আপনি এমনটা বলবেন এটা আপনার ফ্যানরা কখনোই চিন্তা-ভাবনাও করেনি।
তানভির নামে আরেক ভক্ত লিখেছেন, সবকিছু ছেড়ে একটু নিজেকে ভালোবাসুন। নিজেকে সময় দিন। বাকি সবকিছু ছেড়ে ছুড়ে একটু পালিয়ে যান, যেখানে আপনি হারিয়ে যেতে চান। আপনার সেই সুযোগ রয়েছে যা আমাদের নেই।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল নিজের জন্মদিনে সুখবর দেন মেহজাবীন। জানান, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। সিনেমায় তার পাশাপাশি নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সব ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.