জীবনশৈলী ডেস্ক : ফ্যাশন হাউজ বার্ডস আই ঈদ-উল-আযহা উপলক্ষে নিয়ে এসেছে নানারকম বাহারি ডিজাইন ও মোটিফের পোশাক। তবে এবারের তাদের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে নতুন নতুন নান্দনিকন ডিজাইনের ফ্যাশনেবল টি শার্ট।
কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়। এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি টি শার্ট ।
এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য টি শার্ট ছাড়াও এখানে আরো আছে পলো টি শার্ট , শার্ট, হাফ হাতা শার্ট ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, ইত্যাদি। চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। ( BIRDS EYE ) বার্ডস আই।
আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.