সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। বুধবার দুপুরের কলকাতা থেকে বাংলাদেশে আসেন। রাতে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
মিমি চক্রবর্তী বলেন, এই সিনেমায় কাজ করার সময় একবারো মনে হয়নি বাইরে কোনো ছবিতে কাজ করছি। অনেকের সাথে প্রথম কাজ করেছি ‘তুফান’ সিনেমায়। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা অসাধারণ। আমি আশা করব এই সিনেমার কথা ঘরে ঘরে হবে।
শাকিব খান বলেন, আমার ২৫ বছরের সিনেমা জীবনে বিনোদন সাংবাদিকরা আমার সাথে ছিলেন আছেন থাকবেন। তাদের নিয়েই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল তাদের সাথে নিয়ে এগিয়ে যাব। 'তুফান' নতুন দিনের সিনেমা, এই সিনেমা মানুষের ভালোবাসা পাবে এইটুকু বলতে পারি।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, সিনেমাটির পরিচালক রায়হান রাফী, রেদওয়ান রনিসহ অনেকেই
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.