কুষ্টিয়া : কোরবানির গরু বিক্রি করে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়েছেন চার গরু ব্যবসায়ী। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যবসায়ীরা হলেন—ইউসুফ (৫০), আলাল (৩৭), জালাল (২২) ও জিন্নাহ (৩২)। তাদের সবার বাড়ি খোকসার ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এসব ব্যবসায়ীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রোববার (১৬ জুন) রাতে পাশাপাশি গ্রামের চার ব্যবসায়ী গরু বিক্রি শেষে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন। পথে তারা শসা কিনে খেয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে বাসটির চালক মোবাইলে অসুস্থ যাত্রীদের বাড়িতে যোগাযোগ করেন। রাত ১টার পরে তাদের বাস থেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিছানায় আলাল এখনও ভুল বকছেন। পরিবারের লোকেরা তাকে ঘিরে বসে আছেন। তিনি ৬টি গরু নিয়ে হাটে গিয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এর মধ্যে তিনটি গরু বিক্রির টাকা আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। বাকি গরুগুলো বিক্রির সাড়ে ৪ লাখ টাকা নিয়ে ফিরছিলেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন জালালের ভাই জিল্লুর রহমান জানান, গতকাল রাত ৮টার পরও মোবাইলে জালালের সঙ্গে যোগাযোগ হয়। তখন জালাল জানিয়েছিল, তার ঘুম পাচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। রাতে বাসের চালক মোবাইলে মাধ্যমে বাড়িতে খবর দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, রোগীদের অবস্থা মোটামুটি ভালো। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.