ভারতের তামিল নাডুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় মদ সরবরাহকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পুলিশের ধারণা, কাল্লাকুরিচি জেলার করুণাপুরম গ্রামে চিন্নাদুরাই নামের এক ব্যক্তি এ বিষাক্ত মদ সরবরাহ করেছেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষাক্ত মদপানকারী ৮৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। আর তাদের মধ্যে অনেকের অবস্থাই দিন দিন অবনতির দিকে যাচ্ছে । যার ফলে প্রতিদিনই করুণাপুরম গ্রাম থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
শুক্রবার জেলা কালেক্টর প্রশান্ত বলেছেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে হয় দাহ করা হয়েছে নয়তো কবর দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। কিন্তু কয়েক ডজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।’
অবসরপ্রাপ্ত বিচারপতি বি গোকুলদাসকে নিয়ে গঠিত এক সদস্যের কমিশন এ ঘটনার তদন্ত শুরু করেছে। তাকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাসের সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
ঘটনাটি ঘটার পর তিনজন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। মূখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তিনি শক্ত হাতে বেআইনি মদের ব্যবসা বন্ধ করবেন। এদিকে বিরোধীরা তার পদত্যাগের দাবি করেছে। সূত্র : এনডিটিভি